পাকিস্তানে মার্কিন সেনাদের উপস্থিতি দীর্ঘস্থায়ী হবে না
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২১, ০৭:৫২ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৯
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশীদ আহমাদ বলেছেন, তার দেশে যেসব মার্কিন সেনা আশ্রয় নিয়েছে তাদের উপস্থিতি দীর্ঘস্থায়ী হবে না। পাকিস্তানে মার্কিন সেনাদের উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে নানারকম ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর শেখ রশীদ আহমাদ আজ (মঙ্গলবার) সাংবাদিকদের একথা বললেন।
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার সময় কিছু সেনা পাকিস্তানে আশ্রয় নিয়েছে। এ নিয়ে জল্পনা ছড়িয়ে পড়ে যে, দেশটিতে মার্কিন সেনারা দীর্ঘ সময় অবস্থান করবে।
এ নিয়ে শেখ রশীদ আহমাদ বলেন, মার্কিন সেনারা সীমিত সময়ের জন্য পাকিস্তানে অবস্থান করবে। তাদের জন্য ট্রানজিট ভিসা ইস্যু করা হয়েছে যার মেয়াদ তিন সপ্তাহ থেকে এক মাস।
এর আগে পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান বলেন, মার্কিন সেনাদের থাকার জন্য সরকার ইসলামাবাদে হোটেল বুকিং দিচ্ছে। তিনি দাবি করেন, জেনারেল পারভেজ মুশাররফের আমল ফিরে আসছে। ফজলুর রহমানের এই দাবি নাকচ করে দেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশীদ আহমাদ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত