পাকিস্তানে খনি ধসে ১২ জন নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ১৪:২৩ |  আপডেট  : ৪ জানুয়ারি ২০২৫, ০০:২৭

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে ধসে পড়া একটি কয়লা খনি থেকে বুধবার আরও দশজন খনি শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এক কর্মকর্তা বলেছেন, উদ্ধার অভিযান শেষ হওয়ার পর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জন।
বেলুচিস্তান প্রদেশের খনির প্রধান পরিদর্শক আব্দুল গনি বালোচ এএফপি’কে বলেন, ‘১২টি মৃতদেহ উদ্ধারের মাধ্যমে উদ্ধার অভিযান শেষ হয়েছে। রাতে দু’টি মরদেহ উদ্ধার করা হযেছে। অবশিষ্ট ১০ জনকে ভোরে উদ্ধার করা হয়েছে।’ প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে ৮০ কিলোমিটার (৫০ মাইল) পূর্বে এই দুর্ঘটনা ঘটেছে।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত