পাকিস্তানের পার্লামেন্ট পুনর্বহাল, অনাস্থা ভোট শনিবার

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৮ এপ্রিল ২০২২, ০৯:৪২ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০৫

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করে ডেপুটি স্পিকার কাসিম সুরি যে রায় দিয়েছিলেন, সুপ্রিম কোর্ট তা ‘অবৈধ’ আখ্যায়িত করে বতিল করে দিয়েছেন। সেই সঙ্গে পার্লামেন্ট পুনর্বহাল করা হয়েছে।

ইমরান খানের বিরুদ্ধে আগামী শনিবার অনাস্থা ভোটের আদেশ দিয়েছেন হাইকোর্ট। টানা চারদিন শুনানির পর পাকিস্তানের হাইকোর্ট এমন রায় দিলেন।  প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়ালের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি বেঞ্চ এই রায় দেন।

গত ৩ এপ্রিল ডেপুটি স্পিকার কাসিম সুরি প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন। এরপর প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে পার্লামেন্ট ভেঙে দেন রাষ্ট্রপতি।  

পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধান বিচারপতি বিষয়টিকে সুয়ো মোটো হিসেবে গ্রহণ করেন।

পাকিস্তানের ডেপুটি স্পিকার কাসিম সুরি প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করে বলেছিলেন, এটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। বিরোধী জোট সংবিধান লঙ্ঘন করেছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত