পাকিস্তানের নতুন সরকার হঠাতে ‘বিদেশি অনুদান চাইছেন’ ইমরান খান
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২, ১০:৩০ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১০:৫১
পাকিস্তানের নতুন সরকার হঠাতে বিদেশি অনুদান চাইছেন অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রীর ক্ষমতা হারানো পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।
শুক্রবার একটি টুইট বার্তায় ইমরান ‘বিদেশি সমর্থিত’ সরকার পতনের জন্য অনুদান দেওয়ার আহ্বান জানান। খবর এএনআইয়ের।
টুইটারে ভিডিও বার্তায়, ইমরান বিদেশি পাকিস্তানিদের নামঞ্জুর ডট কম নামের ওয়েবসাইটে সম্পর্কে অবহিত করেন। এটি শাহবাজ শরিফের সরকার পতন এবং নতুন নির্বাচন করার জন্য বিদেশিদের কাছ থেকে অনুদান সংগ্রহ করছে।
এই কর্মকাণ্ডকে ‘হাকিকি-আজাদি’ বলে আখ্যায়িত করে ইমরান বলেন, দুর্নীতিগ্রস্ত সরকারকে পাকিস্তানের ২২ কোটি মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। দেশকে শাসন করবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া পাকিস্তানের নাগরিকদের অধিকার।
ষড়যন্ত্র করে শাহবাজ শরিফকে ক্ষমতায় আনার জন্য ভিডিওতে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। ইমরান খান অভিযোগ করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় একটি দুর্নীতিগ্রস্ত সরকার পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। তাই তিনি চান দেশটি নতুন নির্বাচন করুক যাতে পাকিস্তানি নাগরিকেরা তাদের ভবিষ্যৎ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।
অনাস্থা ভোটের কয়েক দিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেন, তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবটি মার্কিন যুক্তরাষ্ট্রে হওয়া একটি ‘বিদেশি ষড়যন্ত্রের’ অংশ ছিল। প্রমাণ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের পাকিস্তান দূতাবাস থেকে প্রাপ্ত একটি চিঠির কথা উল্লেখ করেন। তবে এই চিঠিকে ভুয়া বলে দাবি করেছেন বিরোধী নেতারা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত