পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর উপর ক্ষুব্ধ সৌদি জনতা

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২ জানুয়ারি ২০২২, ১০:৩৫ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৫

পাকিস্তানে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠকের সময় পাকিস্তানী পররাষ্ট্রমন্ত্রীর অপমানজনক ভাবে পায়ের উপর পা তুলে বসায় বেশ ক্ষিপ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সৌদি আরবের জনগণ।

গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ইসলামাবাদে অনুষ্ঠিত এই বৈঠকের সময় পাকিস্তানী পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে এক পায়ের উপর আরেক পা তুলে বসতে দেখা যায়। সেসময় উপরে থাকা পা সৌদি রাষ্ট্রদূত, নাওয়াজ বিন সাইদ আল-মালিকির দিকে তাক করা ছিল। যে কারণে এই বসার ভঙ্গি নিয়ে ব্যাপক আপত্তি প্রকাশ করেছে সৌদি জনগণ। বৈঠকের পর মধ্যপ্রাচ্যের দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় ছেয়ে যায়। 

একজন সৌদি টুইটার ব্যবহারকারী লিখেন, "এভাবে (সৌদি) রাষ্ট্রদূতকে বরণ করার পিছনে জোরালো কোনো কারণ নেই। কূটনৈতিক প্রোটোকলের ক্ষেত্রে এরকম নির্বোধতা, মূর্খতা ও অজ্ঞতা আর হয় না। সত্যি বলতে, আমি যদি সৌদি রাষ্ট্রদূত হতাম, তাহলে তখনই উঠে চলে আসতাম।" 

অন্য একজন টুইটার ব্যবহারকারী লিখেন "(সৌদি) রাষ্ট্রদূতের প্রতি (পাকিস্তানের) পররাষ্ট্রমন্ত্রীর এমন অভদ্র, চিন্তাহীন এবং অকূটনৈতিক আচরণ মেনে নেওয়া যায় না। এই অপমানের মাঝেও যে রাষ্ট্রদূত নীরব ছিলেন, সেটা প্রশংসনীয়।" 

রাষ্ট্রদূত বা পাকিস্তানে অবস্থিত সৌদি দূতাবাস অবশ্য এ ব্যাপারে কোনো আপত্তি প্রকাশ করেনি। দূতাবাসের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, "ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করতে" মিলিত হয়েছিলেন এই দুজন।

সৌদি দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এই বৈঠকের ছবিটি জুম করে এমনভাবে দেখানো হয়েছে যেখানে কুরেশির পা দেখা যাচ্ছে না। 

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক এবং সামরিক সম্পর্ক বেশ গভীর। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই সম্পর্ক কিছুটা নড়বড়ে হয়ে গিয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত