পাকিস্তানি অধিনায়ক বাবরের জন্মদিনে সাকিব-রোহিতদের উল্লাস
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২২, ১৪:৩৯ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ২৩:০১
আগামীকাল রোববার অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে আজ মেলবোর্নের প্লাজা বলরুমে ফটোসেশন হয়ে গেল ১৬ অধিনায়কের।এরপর সবাই মিলে উদযাপন করলেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজমের জন্মদিন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ক্যাপ্টেনস ডে’তে বাকি অধিনায়কদের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানও। সেখানে নিজ নিজ দলের বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে কথা বলেন সবাই। অনুষ্ঠানের শেষ দিকে কেক নিয়ে আসেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। বাবর আজমকে নিয়ে উল্লাসে মাতেন বাকি অধিনায়করা। এ মুহূর্তের ভিডিও এরই মধ্যে নেটমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
বাবর আজমের আজ ২৮তম জন্মদিন। ১৯৯৪ সালের আজকের দিনে পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন তিনি। বিশেষ এই দিনটি কেক কেটে উদযাপন করেছেন বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটার। তাকে সঙ্গ দিতে হাজির ছিলেন বাকি অধিনায়করাও। তাকে শুভেচ্ছার বন্যায় ভাসান তারা। কেক খাইয়ে দেওয়ার পাশাপাশি সাকিব-রোহিতদের সঙ্গে খুনসুটিতে মাতেন পাকিস্তানি অধিনায়ক।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত