পাকিস্তানকে টপকে ওডিআই র‍্যাংকিংয়ে ৬-এ বাংলাদেশ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২২, ১২:২৩ |  আপডেট  : ১২ ডিসেম্বর ২০২৪, ১৮:২৮

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। আর এতেই আইসিসি'র রেটিং পয়েন্টে পাকিস্তানের ঘাড়ে শ্বাস ফেলতে থাকে টাইগাররা। সিরিজ জয়ের সপ্তাহ পেরুতে না পেরুতে সুসংবাদ পেল বাংলাদেশ দল। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তানের হারে ওডিআই র‍্যাংকিংয়ে ছয়ে উঠে এসেছে বাংলাদেশ।

মঙ্গলবার (২৯ মার্চ) তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক পাকিস্তান ও সফরকারী অস্ট্রেলিয়া। ৮৮ রানের পরাজয়ে পাকিস্তানের রেটিং পয়েন্ট কিছু কমেছে।

সিরিজ শুরুর আগে পাকিস্তানের রেটিং ছিল ৯৩। প্রথম ম্যাচে হারের পর দলটির রেটিং ৯২.৫০। বাংলাদেশের রেটিং পয়েন্ট বর্তমানে ৯৩.০৬। পাকিস্তানের চেয়ে দশমিক ব্যবধানে অল্প এগিয়ে থাকায় বাংলাদেশের অবস্থান এখন র‍্যাংকিংয়ের ছয়ে। এর আগে ছয়ে থাকা পাকিস্তান নেমে গেছে সাতে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলে দীর্ঘ সময়ের জন্য ছয়ে থাকার সুযোগ পাবে বাংলাদেশ। তবে সিরিজে পাকিস্তান একটি ম্যাচ জিতলে বাংলাদেশকে টপকে আবার ছয়ে উঠে আসবে পাকিস্তান।

ওডিআই র‍্যাংকিংয়ে যথারীতি শীর্ষে আছে নিউজিল্যান্ড। এছাড়া যথাক্রমে আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা।

এক নজরে আইসিসি ওয়ানডে র‍্যাংকিং

১. নিউজিল্যান্ড (রেটিং – ১২১)
২. ইংল্যান্ড (রেটিং – ১১৯)
৩. অস্ট্রেলিয়া (রেটিং – ১১৭)
৪. ভারত (রেটিং – ১১০)
৫. দক্ষিণ আফ্রিকা (রেটিং – ১০২)
৬. বাংলাদেশ (রেটিং – ৯৩)
৭. পাকিস্তান (রেটিং – ৯৩)
৮. শ্রীলংকা (রেটিং – ৮১)
৯. ওয়েস্ট ইন্ডিজ (রেটিং – ৭৭)
১০. আফগানিস্তান (রেটিং – ৬৮)

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত