পাঁচ অতিরিক্ত সচিবের দফতর বদল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২১, ১৪:৩২ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩:০৩

পাঁচ অতিরিক্ত সচিবের দফতর বদল করেছে সরকার। সোমবার (২৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এরমধ্যে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমানকে রেলপথ মন্ত্রণালয়ে, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ফৌজিয়া জাফরীনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বদলি করা হয়েছে।

অন্যদিকে, এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (অতিরিক্ত সচিব) মো. শাহাদত হোসেনকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রণব কুমার ঘোষেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. বেলায়েত হোসেন তালুকদারকে নৌপরিবহন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত