পশ্চিমবঙ্গে শাকিবের কোনো ফ্যানবেজ নেই: রানা সরকার
প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ১১:১৫ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৮
মুক্তির প্রথম দিন থেকে দেশের সিনেমা হলগুলোতে তাণ্ডব চালাচ্ছে ‘তুফান’। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশেও হাউজফুল যাচ্ছে। শুধু সুবিধা করতে পারছে না ভারতে। পশ্চিমবঙ্গের প্রমাণ সংখ্যক হলে মুক্তি পেলেও দর্শক টানতে ব্যর্থ ছবিটি।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, sacnilk-এর রিপোর্টানুসারে প্রথম পাঁচ দিনে ভারতে এই ছবির ব্যবসা মাত্র ৭ লাখ রুপি। অর্থাৎ ১০ লাখের গণ্ডিও পার করতে পারেননি শাকিব খান।
এদিকে পশ্চিমবঙ্গে কেন দর্শক পাচ্ছে না ‘তুফান’— কয়েকটি কারণ খুঁজে পেয়েছেন টলিউড প্রযোজক রানা সরকার। তিনি মনে করছেন, পশ্চিমবঙ্গে শাকিবের কোনো ফ্যানবেজ নেই। সেকারণেই ‘তুফান’-এর এমন দুর্দশা।
রানা সরকার বলেন, ‘‘মূলধারার বাংলা সিনেমাগুলো মানের দিক থেকে হিন্দি অথবা দক্ষিণী সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করতে পারছে না। দর্শকের প্রত্যাশা বেশি। তারা এখন ‘পাঠান’, ‘জাওয়ান’, ‘পুষ্পা’ ইত্যাদি দেখে অভ্যস্ত।’’
এ সময় দর্শকের মুখ ফিরিয়ে নেওয়ার কথা উল্লেখ করে এ প্রযোজক বলেন, ‘বাঙালি কোনো সুপারস্টারের ভক্ত হলে যাচ্ছে না। শুধু শহুরে দর্শকরা সিনেমা দেখছেন। তবে সেটা শহরকেন্দ্রিক সিনেমা।’
এ সময় ‘জাতিস্মরে’র প্রযোজক ‘তুফান’ না চলার কারণ হিসেবে বলেন, ‘‘শাকিব খানের কোনো ফ্যানবেজ পশ্চিমবঙ্গে নেই। তাই ‘তুফান’ ভালো চলবে এমন প্রত্যাশাও কারও ছিল না। আর মানের দিক থেকে ‘তুফান’ খুব ভালো সিনেমা হয়েছে এরকম কেউ বলছেন না। শুধু গানগুলো জনপ্রিয়তা পেয়েছে।’’
৫ জুলাই ভারতে মুক্তি পেয়েছে ‘তুফান’। সিনেমাটির নির্মাণ করেছেন রায়হান রাফী। নব্বই দশকের গ্যাংস্টারের গল্প দেখা গেছে এ ছবিতে। শাকিবের বিপরীতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান নাবিলা। আরও দেখা গেছে মিশা সওদাগর, গাজী রাকায়েত, সুমন আনোয়ার, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, চঞ্চল চৌধুরীসহ অনেককে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত