পরীমনির জন্মদিনে বিশেষ চমক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২, ১৫:৫৩ |  আপডেট  : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৪:২৬

ফাইল ছবি

গ্ল্যামারকন্যা পরীমনি নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করছেন। প্রতিষ্ঠিত এই নায়িকার জীবনের গল্পও কম নয়। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এবার নতুন জন্মের গল্প বলবেন পরীমনি। সোমবার (২৪ অক্টোবর) এই হার্টথ্রব নায়িকার জন্মদিন। বিশেষ দিনে কাহিনিকার হিসেবে নিজেকে নতুন পরিচয়ে পরিচয় করাবেন তিনি।

‘নতুন জন্মের গল্প’ শিরোনামে একটি সিনেমার কাহিনি লিখেছেন পরীমনি। এর চিত্রনাট্য ও পরিচালনা করছেন রুদ্রহক। এ বিষয়ে রুদ্রহক রাইজিংবিডিকে বলেন, ‘আগামীকাল পরীমনির জন্মদিন। এদিন বিষয়টি নিয়ে বিস্তারিত জানাব। তবে নতুন কিছু আসছে অপেক্ষায় থাকুন।’

প্রতিবছর রাজধানীর পাঁচ তারকা হোটেলে এই গ্ল্যামার কন্যার জন্মদিন অনুষ্ঠান বেশ জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়। এবারো তার ব্যতিক্রম হবে না। তবে এবার তার সঙ্গে যুক্ত হয়েছে সন্তান রাজ্য। প্রথমবারের মতো সন্তানকে সঙ্গে নিয়ে জন্মদিন পালন করতে যাচ্ছেন এই নায়িকা। স্বাভাবিক কারণে এবারের জন্মদিন তার কাছে স্পেশাল।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত