পরীমনির কস্টিউম ডিজাইনার জিমিও আটক
প্রকাশ: ৬ আগস্ট ২০২১, ২২:০৩ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৬:২১
বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির কথিত মা চয়নিকা চৌধুরীর পর এবার পরীমনির কস্টিউম ডিজাইনার জিমিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৬ আগস্ট) রাতে তাকে গুলশান থেকে আটক করা হয় বলে জানিয়েছে ডিবির একটি সূত্র।
পরীমনির এই অন্ধকার জগতে জড়িয়ে পড়ার পেছনে অন্যতম পৃষ্ঠপোষক কস্টিউম ডিজাইনার জিমি। যাকে নিয়ে রাত-বিরাতে বিভিন্ন ক্লাবের পার্টিতে পরীমনিকে অংশ নিতে দেখা গেছে। এসব ঘটনার তদন্তের ধারাবাহিকায় জিমিকে আটক করা হলো।
এর আগে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, পরীমনির এই অন্ধকার জগতে জড়িয়ে যাওয়ার পেছনে পৃষ্ঠপোষক বা মদদদাতা হিসেবে একজন নারী ও জিমির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তারা দু’জনই নজরদারিতে রয়েছেন, তাদেরও আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে। এরমধ্যেই চয়নিকা চৌধুরী ও জিমিকে আটক করা হলো।
বুধবার (৪ আগস্ট) সাড়ে ১৮ লিটার মদ, নতুন মাদক এলএসডি ও আইসসহ বনানীর বাসা থেকে পরীমনিকে গ্রেফতার করে র্যাব। বৃহস্পতিবার (৫ আগস্ট) তার বিরুদ্ধে দায়েরকৃত মাদক মামলায় চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বর্তমানে পরীমনি ডিবি হেফাজতে রিমান্ডে রয়েছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত