পরিত্যক্ত অবস্থায় ২৮২ রাউন্ড শটগানের গুলি উদ্ধার
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৪ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৬
রাজধানীর কাওলা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২৮২ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে বিমানবন্দর থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী রাস্তায় কাওলা এলাকায় ফুটওভার ব্রিজের নিচে পরিত্যক্ত অবস্থায় গুলিগুলো উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী রাস্তায় কাওলা এলাকায় ফুটওভার ব্রিজের নিচে পাকা রাস্তার ওপর শটগানের গুলি পড়ে আছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশের টহলদল উল্লিখিত স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ২৮২ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করে।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত