পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা জানতে চান মির্জা ফখরুল

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ আগস্ট ২০২২, ২০:৫৮ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ০৩:৩১

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ‘আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে ভারতের সহায়তা চাওয়া’র বিষয়ে বিএনপির মহাসচিব বলেছেন, ‘কিছু দিন আগে আওয়ামী লীগ নেতারা এক সমাবেশে বড় বড় বক্তৃতা দিয়েছেন, হুমকি দিয়েছেন, সন্ত্রাসী ভাষায় কথা বলেছেন। এতই যদি হুমকি দেন, তাহলে আবার আপনাদের পররাষ্ট্রমন্ত্রী সরকারকে টিকিয়ে রাখার জন্য ভারতের সাহায্য দাবি করেন কেন?’ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা জানতে চেয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা এই কথাটার ব্যাখ্যা চাই। এই কথার অর্থ কী? তাতে কি এটা দাঁড়ায় যে এই সরকার টিকে আছে ভারতের আনুকূল্যে?’

শুক্রবার (১৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েলের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান, দক্ষণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, বিএনপি নেতা আজিজুল বারী হেলাল, ফজলুল হক মিলন, কামরুজ্জামান রতন, মীর সরাফত আলী সপু, যুবদল নেতা সুলতান সালাউদ্দীন টুকু, মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গোলাম সরোয়ার, আসাদুজ্জামান নেসার,  আনু মোহাম্মদ শামীম আজাদ, আজহারুল হক মুকুল, এ বি এম পারভেজ রেজা, শাহাবুদ্দিন মুন্না, ইকবাল আনসারী টিপু,. যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, সাদরেজ জামান, কাদের হালিমী প্রমুখ।

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ সরকার ভয়ংকরভাবে লুটতরাজ ও ডাকাতির মধ্য দিয়ে মানুষের পেটে হাত দিয়েছে। আজকে সব জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এমন একটা পণ্য নেই, যার দাম দুইগুণ-তিনগুণ বাড়েনি।  প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্ব অর্থনীতির সংকট। বিশ্ব অর্থনীতির সংকট তো আছেই, কিন্তু আপনারা কেন আগে থেকে সে বিষয়ে ব্যবস্থা নেননি।’

সরকার জ্বালানির সঙ্গে জড়িত আওয়ামী নেতাদের দুর্নীতির সুবিধার্থে জ্বালানি আমদানিতে আগ্রহী মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন চাইলেই কি পারতো না লাভের টাকায় আরও কিছু দিন সাশ্রয়ী মূল্যে তেল দিতে? সরকার জ্বালানির ওপর কর শূন্যে নামিয়ে আনতে? কিন্তু তারা তা পারবে না। কেন? তারা এখানে লুট করেছে। এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জড়িত আওয়ামী লীগ নেতাদের সুযোগ দিতে,  বিদেশে টাকা পাচার করার জন্য জ্বালানি আমদানি করবে।’

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ‘আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে ভারতের সহায়তা চাওয়া’র বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘কিছু দিন আগে আওয়ামী লীগ নেতারা এক সমাবেশে বড় বড় বক্তৃতা দিয়েছেন, হুমকি দিয়েছেন, সন্ত্রাসী ভাষায় কথা বলেছেন। এতই যদি হুমকি দেন, তাহলে আবার আপনাদের পররাষ্ট্রমন্ত্রী সরকারকে টিকিয়ে রাখার জন্য ভারতের সাহায্য দাবি করেন কেন?’

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা জানতে চেয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা এই কথাটার ব্যাখ্যা চাই। এই কথার অর্থ কী? তাতে কি এটা দাঁড়ায় যে এই সরকার টিকে আছে ভারতের আনুকূল্যে?’

তিনি আরও বলেন, ‘এই সরকার সম্পূর্ণভাবে দুর্নীতিবাজ, চোর, ডাকাতের  সরকার। এদের কোনও বৈধতা নেই। রাতের অন্ধকারে নির্বাচন করে জোর করে ক্ষমতায় বসে আছে। এরা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে গণশত্রুতে পরিণত হয়েছে।’ আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ করে ফখরুল বলেন, ‘ক্ষমতা ছেড়ে রাস্তায় নামুন। দেখুন, জনগণের শক্তি বেশি, নাকি আপনাদের ক্ষমতা বেশি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ যত ধরনের নির্যাতন আছে, সবই করে যাচ্ছে। রাজনীতি, অর্থনীতি, বিচার ব্যবস্থা, ভোটাধিকার সবকিছু এরা ধ্বংস করেছে। এদের আর সময় দেওয়া যাবে না। রাজপথে জনতার ঐক্য গড়ে গণআন্দোলনের মাধ্যমে এদের পরাজিত করতে হবে।’
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত