পরমাণু শক্তি কেন্দ্রের শ্রেষ্ঠ গবেষকদের পুরস্কার ও সম্মাননা প্রদান

  প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫০ |  আপডেট  : ১৬ মে ২০২৪, ১৯:২৩

আজ ১৫ই সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ তারিখ বৃহস্পতিবার পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকার গবেষণাগারে ২০২১—২০২২ অর্থবছরে সম্পাদিত গবেষণা প্রবন্ধসমূহের মধ্যে শ্রেষ্ঠ গবেষণা প্রবন্ধ উপস্থাপন এবং পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. আজিজুল হক।

প্রধান অতিথি প্রতিযোগিতামূলক গবেষণায় অংশগ্রহণ করার জন্য ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরো কার্যকর গবেষণা কাজ করে জাতিকে উপকৃত করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন।

নির্বাচিত শ্রেষ্ঠ গবেষণা প্রবন্ধের জন্য পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ সফিউর রহমান ও ড. মোহাম্মদ নজরুল ইসলাম খান যৌথভাবে পুরস্কার ও সম্মাননা গ্রহন করেন।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত