পপসংগীতশিল্পী মারিয়া মেন্ডোলা আর নেই
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩৪ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৫
স্পেনের পপসংগীতশিল্পী মারিয়া মেন্ডোলা ৬৯ বছর বয়সে শনিবার সকালে মারা গেছেন। নিজ বাসভবনেই তিনি মারা গেছেন বলে শিল্পীর পরিবারের সদস্যরা জানিয়েছেন। খবর বিবিসির।
মারিয়া মেন্ডোলার মৃত্যু খবর জানিয়ে তার ব্যান্ডের সহশিল্পী ক্রিস্টিনা সেভিলা ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। এতে তিনি লিখেছেন— আমার প্রিয় মারিয়া, চমৎকার একজন শিল্পী সব বন্ধুকে ছেড়ে আজ চিরবিদায় নিয়েছেন। তার জন্য রইল আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা, তার কাছ থেকেও আমি অনেক ভালোবাসা পেয়েছি।
মারিয়া মেন্ডোলা প্রথমে একজন ফ্লেমিংগো নৃত্যশিল্পী ছিলেন। ১৯৭৭ সালে তিনি ম্যাট ম্যাটোস নামে আরেক গাইকাকে সঙ্গে নিয়ে তৈরি করেন বাক্কারা নামে একটি পপ গানের ব্যান্ড দল। 'ইয়েস স্যার, আই ক্যান বুগি' শিরোনামে তাদের গানের প্রথম অ্যালবামটি তুমুল জনপ্রিয়তা পায়।
যুক্তরাষ্ট্রসহ ইউরোপের ১০ দেশে তাদের এ পপ গান টপ চার্টে ছিল। সেই সময় তাদের এ গানের অ্যালবামের রেকর্ড এক কোটি ৬০ লাখ কপি বিক্রি হয়েছিল।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত