পনর আগস্ট

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২১, ১০:৫৩ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ২৩:৪৫

সুমন্ত রায়
-------------------

পনর আগস্ট কাঁদো বাঙালি আজ
পিতাকে হারানোর সেই দিন
মুক্ত আলো-বাতাসে বিচরণ
স্বাধীন এ দেশ, তাঁর কাছে ঋণ।

ছোপ ছোপ রক্তের দাগ শুকায় নি আজো
ধিকিধিকি জ্বলে এ বুক
জাতির কুলাঙ্গার কিছু কুসন্তান
পুড়ালো যেন বাঙালির মুখ।

যুগে যুগে মহাপুরুষ আসেন
দৈব্যশক্তি নিয়ে ভবে
ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন
কীর্তি গড়ে যান নিরবে।

ঐশী কণ্ঠস্বর ভাষণ বাঙালির
চির মুক্তির জন্যে যেন এল
শহর থেকে গ্রামে অনুরণন
জাতিকে মুক্তি দিয়ে গেল।

জীবন বিপন্ন করে গড়ছেন দেশ
একজনই তিনি বীর মুজিব
শত্রুর সঙ্গে আপোষ নয়, ফাঁসি শ্রেয়
সেই জাতির পিতা শেখ মুজিব।

লাল-সবুজের পতাকা ওই দেখ
আকাশভর পতপতিয়ে উড়ে
তারই মাঝে পিতার ছবি জ্বলজ্বল
আজ যে সারা বাংলা জুড়ে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত