পদ্মা ব্যাংকে মানিলল্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও মূল্যায়ন কর্মসূচী

  প্রেস রিলিজ

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২, ১০:২১ |  আপডেট  : ১১ ডিসেম্বর ২০২৪, ১৩:০২

পদ্মা ব্যাংক মানিলল্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম আয়োজন করে। ১০ সেপ্টেম্বর শনিবার পদ্মা ব্যাংকের মিরপুর ট্রেনিং ইনিস্টিটিউটে এএমএল ডিভিশনের তত্বাবধানে অনুষ্ঠিত হয় এই কর্মসূচী। 

ব্যাংকের বিভিন্ন শাখা থেকে ৪৬ জন ব্যামেলকো, শাখা অপারেশন ম্যানেজারগণ ও প্রধান কার্যালয়ের ব্যাংকিং অপারেশন ডিভিশন এর কর্মকর্তাগণ সহ সর্বমোট ৯৫ জন এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর যুগ্মপরিচালক খন্দকার আসিফ রাব্বানী। এসময় আরও উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের ইভিপি ও হেড অব অপারেশন সৈয়দ তৌহিদ হোসেন এবং ব্যাংকের ডেপুটি ক্যামেলকো রাশেদুল করিম। 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিএফআইইউ এর যুগ্ম পরিচালক তাঁর সেশন পরিচালনা করেন। কর্মসূচীর শেষে অংশগ্রহণকারীরা ঘন্টাব্যাপী বিএফআইইউ সার্কুলার নং ২৬ এবং মৌলিক এএমএল/সিএফটি বিষয়ক মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করেন।
 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত