পদ্মা নদীতে ট্রলার ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে একজন নিহত, আহত -২

  লৌহজং(মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২১, ১৪:২৩ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৪

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে ট্রলার ছিনতাই করতে গিয়ে গণ পিটুনিতে একজন নিহত হয়েছেন আর আহত হয়েছেন দুই জন। শনিবার রাত ১১ টায় এ ঘটনা ঘটে। মাওয়া নৌপুলিশের ইনচার্জ মো. সিরাজুল কবীর জানান, শনিবার সন্ধ্যায় লৌহজংয়ের শিমুলিয়া ৪ নং ভিআইপ ফেরি ঘাট থেকে অঞ্জাত ৪ জন লোক পদ্মায় ঘুরবে বলে ২৫০০ টাকায় মাঝি আমিনূলের ট্রলাড়া করেন। ট্রলারটি পদ্মা নদীর জাজিরা প্রান্তে পালের চর এলাকায় গেলে ওই ব্যাক্তিরা মাঝির ওপর হামলা চালায় । 

মাঝির হাত,পা, চোখ-মূখ বেধেঁ বাবুর চর নামক স্থানে তাকে ফেলে ট্রলারটি নিয়ে চলে যায়। নদীতে থাকা জেলেরা বিষয়টি খেয়াল করে আহত মাঝিকে উদ্বার করে এবং তাকে নিয়ে ছিনতাই করা ট্রলারের পিছনে ধাওয়া করে। নৌপুলিশ খবর পেয়ে পদ্মার একটি চর থেকে তিন ছিনতাই কারীকে আটক করতে সক্ষম হয়। এই সময় এক ছিনতাই কারী পালিয়ে যায়। পরে আটক কৃত ছিনতাই কারীদের পাড়ে নিয়ে এলে ক্ষিপ্ত জনতা তাদের গণপিটুনি দেয়। এতে তিন ছিনতাই কারী গুরুত্বর আহত হয়। তাদের পুলিশের হেফাজতে দিলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টার দিকে ফয়সাল নামে এক ছিনতাই কারীর মৃত্যু হয়। বর্তমানে দুই ছিনতাইকারী ও ট্রলারের মাঝি সহ তিনজন পুলিশের হেফাজেতে লৌহজং উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  

লৌহজং থানার অফিসার ইনচার্জ মো. আলমঙ্গীর হোসাইন জানান, গণ পিটুনিতে এক ছিনতাইকারী মারা গেছেন। 

লৌহজংয়ের শিমুলিয়া ঘাট থেকে ছিনতাইকারীরা ট্রলার নিয়ে গেলেও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে শরীয়তপুর জেলার জাজিরা এলাকায় পদ্মা নদীতে। মরা দেহ এবং ছিনতাই কারীরা নৌপুলিশের হেফাজতে রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত