পদ্মায় দুই লঞ্চের সংঘর্ষ: নিহত এক

  স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৬ আগস্ট ২০২১, ২০:৫৫ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ১৮:২৪

মুন্সীগঞ্জে দুই লঞ্চের সংঘর্ষে চাপা পড়ে আবু তাহের জাহিদ (২৮) নামে লঞ্চের একজন কর্মচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৬শে আগষ্ট) দুপুরে শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটের শিমুলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

তথ্য সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১২ টায় সময় শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটের বাংলাবাজার থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা এমভি মায়ের দোয়া নামের লঞ্চটি শিমুলিয়া ঘাটে যাত্রী নামিয়ে পিছনে যাচ্ছিলো। এ সময় বাংলাবাজার থেকে যাত্রী নিয়ে আসা অর্পন নামের লঞ্চটি ঘাটে ভিড়ার সময় দুই লঞ্চের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চাপা পরে লস্কর আবু তাহের জাহিদ নিহত হয়।

মাওয়া নৌ-পুলিশের ইনর্চাজ আবু তাহের মিয়া জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, নিহত আবু তাহের জাহিদের বাড়ী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত