পদত্যাগ করলেন সাফজয়ী কোচ গোলাম রব্বানী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৩, ১৪:৪৮ |  আপডেট  : ৫ মে ২০২৫, ০৬:১৬

গোলাম রব্বানী ছোটন, ফাইল ছবি

৩০ মে জাতীয় নারী ফুটবল দল থেকে পদত্যাগ করার কথা ছিল গোলাম রব্বানী ছোটনের। দেরি করলেন না যদিও। তার আগেই সাবিনা-সানজিদাদের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন দেশের অন্যতম সেরা এই কোচ। আগের দিন (রবিবার) কুল বিএসপিএ অনুষ্ঠান শেষে রাতেই বাফুফে সাধারণ সম্পাদক ও নারী উইং কমিটির চেয়ারম্যানের কাছে ই-মেইলে পদত্যাগ পত্র পাঠিয়েছেন।

এই প্রসঙ্গে ছোটন বলেছেন, ‘আর দেরি করার প্রয়োজনবোধ করিনি। বিএসপিএর অনুষ্ঠান শেষে রাতেই সংশ্লিষ্টদের মেইল করে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছি। আসলে আমি আর থাকতে চাইছি না। অনেক দিন তো হলো।’

২০০৬ সাল থেকে বাফুফের সঙ্গে সম্পৃক্ত ছোটন। নারী দলের সাফল্যময় অগ্রযাত্রা তার হাত ধরেই। সাফের বয়স ভিত্তিক ট্রফি ছাড়া বাংলাদেশ মূল আসরও জিতেছে তার কোচিংয়ে। ছোটন বলেছেন, ‘এখন আমি বিশ্রাম নেবো। টানা কাজ করে ক্লান্ত। পদত্যাগ পত্রে সেটা উল্লেখ করেছি।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত