পতেঙ্গার তীরে - রীতা আক্তার

  রীতা আক্তার

প্রকাশ: ৮ এপ্রিল ২০২৩, ০০:০৫ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ২৩:২৭

পতেঙ্গার তীরে

 

পতেঙ্গায় আজ এসেছে শীত
হেমন্তিকারা পেয়েছে ছুটি।

নিমগ্ন দুপুরটাও আজ বড্ড অলস করে রেখেছে আমায়,
জলপাই গাছের পাতার ফাঁকে শেষ বিকেলটা ঝিমিয়ে আছে অনেকক্ষণ।

তুমি নিশ্চয়ই পতেঙ্গার তীরে পা ভিজিয়ে বসে আছো?
সূর্যাস্ত দেখবে বলে চেয়ে আছো ঐ দূরের কমলারঙা আকাশে।

ভরাট আগুন মাখা সূর্য পিন্ডটা ডুবে যাবে আস্তে আস্তে।
তলিয়ে যাবে গভীর সমুদ্রের মাঝে।

শেষ বেলায় রেখে যাবে ক্ষণকালের সিঁদুর রাঙা আকাশ।
তুমি কি ভাববে তখন আমার কথা?
নাকি, একলাই দেখে যাবে অস্তরাঙা আকাশের রূপ।

আমার শহরের বারান্দায় আজ অলসতার ছায়া,
চায়ের পেয়ালায় শুধু ধোঁয়া উঠার খেলা দেখে যাই আনমনে।

আচ্ছা তুমি কি এখনও পতেঙ্গার তীরে পা ভিজিয়ে বসে আছো?
নাকি একলা পায়ে হেঁটে চলেছো ধুলোবালির পথ দিয়ে?

বুক পকেটে হাত দিয়ে, বারবার কি দেখছো?
আমার জন্য কুড়িয়ে আনা সাদা শঙ্খটা?

আমি বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে আছি,
চেয়ে আছি ঐ দূরের পথে।
যেখানে পড়বে তোমার পদ চিহ্ন,ফিরে আসবার তরে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত