পঞ্চগড় বাজারে ধান চালের দাম বেশি সরকারী ভাবে সংগ্রহ অভিযানে স্থবিরতা

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৫, ১৭:৪৯ |  আপডেট  : ৬ জানুয়ারি ২০২৫, ১৭:৪৭

পঞ্চগড়ে চলতি মৌসুমে বাজারে আমন ধানের উচ্চ দর ভেস্তে যেতে বসেছে সরকারি ভাবে সংগ্রহ অভিযান। প্রায় দুই মাস পেরিয়ে গেলেও সংগ্রহ অভিযানে পড়েছে ভাটা।

পঞ্চগড় জেলার ছোটো বড় হাট বাজার গুলোতে ঘুরে দেখা গেছে সরকারি নির্ধারিত দরের চেয়ে আমন ধানের দর অনেক বেশি। সরকারি ভাবে প্রতিমন ধানের দাম দেওয়া হয়েছে ১৩২০ টাকা। অথচ বাজারে প্রতিমন ধান বিক্রি হচ্ছে ১৩৪০-১৩৭০ টাকা।
পঞ্চগড় খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, ১জানুয়ারী পর্যন্ত ধান সংগ্রহ করা হয়েছে মাত্র ২৪ মেট্রিক টন। তবে বরাদ্দ দেওয়া হয়েছে ৭ হাজার ২৯৩ মেট্রিক টন।তবে গতবারের বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রার  চেয়ে এবারে বরাদ্দ বেশি। গতবার বোরো ধানের সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৩৫৮ মেট্রিকটন। ধানের প্রতি মনের দর ছিল ১ হাজার ২৮০ টাকা। চালের বরাদ্দ ছিল ৯ হাজার ৮২১ মেট্রিকটন।  সরকারি ভাবে চালের সরকারি দর ছিল ১ হাজার ৮০০ শত টাকা। চুক্তিবদ্ধ মিল ছিল ২৩৯ টি। অর্জিত হয়েছে শতভাগ।

এদিকে চলতি আমন ধান চাল সংগ্রহ শুরু হয়েছে ১৭ নভেম্বর ২০২৪। আমন ধানের মোট লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে ৭ হাজার ২৯৩ মেট্রিক টন। সংগ্রহ হয়েছে ১ জানুয়ারি পর্যন্ত মাত্র ২৪ মেট্রিক টন। এবারে সরকারি ভাবে প্রতিমন ধানের দর ১৩২০ টাকা। চালের বরাদ্দ দেওয়া হয়েছে ৬ হাজার ৭৯৩ মেট্রিক টন। সরকারি ভাবে প্রতিমন চালের দর দেওয়া হয়েছে ১ হাজার ৮৮০ টাকা। সংগ্রহ হয়েছে ৩ হাজার মেট্রিক টন। জেলায় রয়েছে সরকারি ভাবে ৯ টি গুদাম। চলতি মৌসুমে চুক্তিবদ্ধ মিলারের সংখ্যা ৩০টি। 

জেলা খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিক বলেন, আমি আশাবাদী সংগ্রহ অভিযান অবশ্যই সফল হবে। এখন পর্যন্ত ৫৩% সংগ্রহ হয়েছে। ধানের বাজার মাঝখানে বেড়ে গিয়েছিল। তবে সরকার আমদানি বৃদ্ধি করায় ধান চালের দাম কমছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত