পঞ্চগড় নৌকার প্রার্থীর বাস ভবনে দোয়ার মাহফিলে ঈমাম মোয়াজ্জেমবৃন্দ
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৩, ১১:০৮ | আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১০:৩১
পঞ্চগড় -১ আসনের আওয়ামীলীগের ( নৌকা প্রতীক) মনোনীত প্রার্থী নাঈমুজ্জামান ভূইয়া মুক্তাকে আনুষ্ঠানিক ভাবে তার বাস ভবনে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। বৃহষ্পতিবার তার সদর উপজেলার আমতলা বাড়ীতে গিয়ে এই শুভেচ্ছা জানান। পঞ্চগড় জেলা ঈমাম মোয়াজ্জেম কল্যাণ সমিতির নেতৃবৃন্দরা সকালে প্রার্থী নাঈমুজ্জামান মুক্তার সাথে মত বিনিময়কালে এ শুভেচ্ছা জানান।
এসময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, সদর পৌর আওয়ামীলের সভাপতি কাজি আল তারিক,সাধারন সম্পাদক এস এম হুমায়ুন কবীর উজ্জল, সদর উপজেলার অমরখানা ইউপি চেয়ারম্যান নূরুজ্জামান নূরু সহ অন্যান্যরা।
এসময় নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা উপজেলায় মডেল মসজিদ স্থাপন করেছেন। মাদরাসা শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন করে জাতীকে আলোর পথে নিয়েছেন। তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের সকল মানুষের উন্নয়নে কাজ করে চলেছেন।পরে পঞ্চগড় কেন্দ্রীয় মসজিদের ঈমাম মুফতি আ ন ম আব্দুল করিম দেশ জাতী,শহীদ বুদ্ধিজীবী এবং ১৫ আগষ্টে বঙ্গবন্ধু ও তার পরিবার প্রধানমন্ত্রী সহ দেশ জাতীর কল্যানে দোয়ায় মোনাজাতে অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাওলানা এইচ এম রায়হানুল ইসলাম।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত