পঞ্চগড় জেলা ছাত্রলীগের সভাপতি নীলফামারী থেকে গ্রেফতার  

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৮ |  আপডেট  : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১১

পঞ্চগড়ে আত্নগোপনে থাকা নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সভাপতি আবু মোঃ  নোমান হাসানকে নীলফামারীতে গ্রেফতার করছে র‌্যাব। বৃহষ্পতিবার বিকেলে পঞ্চগড় সদর আমলী আদালতে হাজির করলে  বিচারক  জাহিদ হাসান তাকে জেলা কারাগারে প্রেরনের নির্দেশ দিয়েছেন।বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ।

জানা যায় জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগষ্ট আল আমিন নামে এক ইজিবাইক চালক যুববকে হত্যা ও তার লাশ গুমের অভিযোগে পঞ্চগড় সদর  থানায় ১০ নভেম্বর নোমান সহ ১৯ জনকে আসামী করে তার বাবা মনু মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মনু মিয়ার বাড়ি সদর উপজেলার দর্জিপাড়া নামক এলাকায়।

পঞ্চগড় থানা সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১ টার দিকে নীলফামারী সদর উপজেলার ধনীপাড়া থেকে নীলফামারী র‌্যাব-১৩ তাকে গ্রেফতার করে। নীলফামারী সদর থানায় সোর্পদ করে।  পরে পঞ্চগড় সদর থানা পুলিশ সেখান গিয়ে আাইনি প্রক্রিয়ায় পঞ্চগড়ে নিয়ে আসে। এরপর বৃহষ্পতিবার পঞ্চগড় আমলী আদালতে তাকে হাজির করলে আদালত তাকে জেল হাজতে প্রেরন করা নির্দেশ দেন।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন , আটককৃত  আবু মোঃ  নোমান হাসান আল আমিন হত্যা ও গুম মামলায় নামীয় আসামী। বৃহষ্পতিবার বিকেলে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলা কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত