পঞ্চগড়ে ১৫০ পিস মাদক সহ হাতে নাতে আটক এক
প্রকাশ: ২৪ মে ২০২৪, ২০:১৪ | আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:০২
নেশাজাতীয় মাদক ১৫০ পিস টাপেন্ডাল ট্যাবলেট সহ বোদা থানা পুলিশ একজনকে হাতে নাতে আটক করেছে। বোদা থানা সূত্রে জানা যায়,বৃহষ্পতিবার রাত দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক পিপিএম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে উপজেলার বেংহাড়ি বন গ্রাম ইউনিয়নের বোয়লামারিস্থ এলাকার বোয়ালমারি বাজার এলাকার করতোয়া নদীর বারুনী ঘাটগামি ব্লক বসানো রাস্তার উপড় টাপেন্ডাল ট্যাবলেট বিক্রয় কালে কালিয়াগঞ্জ ইউনিয়নের মোড়ল পাড়া কাজীপাড়ার (আমতলা) মৃত রাজ কুমার চন্দ্র বর্মণের ছেলে দয়াময় চন্দ্র (৩৮) আটক করা হয়।এ সময় তার কাছ থেকে ১৫০ পিস টাপেন্ডাল ট্যাবলটে উদ্ধার করা হয়েছে।
এব্যাপারে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক পিপিএম জানান মাদকদ্রব্য আইনে মামলা দায়ের সহ আটককৃতকে আদালতে সোর্পদ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত