পঞ্চগড়ে ১২ বোতল বিদেশী মদ সহ মা ছেলে আটক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩, ১৮:৪০ | আপডেট : ৬ জানুয়ারি ২০২৫, ১৭:১৮
পঞ্চগড়ের বোদা উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ ১২ বোতল বিদেশী মদ সহ মা ও ছেলেকে আটক করেছে। পুলিশ জানায় বিশেষ অভিযানের ভিত্তিতে তাদের আটক করা হয়। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেন বোদা থানার ওসি মো. মোজাম্মেল হক। তিনি জানান তাদের বৃহষ্পতিবার কোটের্ চালান করা হবে।
বোদা থানার পুলিশ জানায় বুধবার দুপুুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বালাভীর ডাঙ্গাপাড়া এলাকার মোছাঃ বাছিরন নেছা ৪৫) স্বামী ইসমাইল হোসেন ও ছেলে রাসেল ইসলাম (১৯) কে ১২ বোতল বিদেশী মদ সহ আটক করে। বোদা থানা পুলিশ জানায় এসপি এসএম সিরাজুল হুদার নিদের্শে অভিযান অব্যাহত আছে। ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত