পঞ্চগড়ে সাজাপ্রাপ্ত ও পলাতক তিন আসামি গ্রেপ্তার  

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ৭ জুন ২০২৪, ১১:১০ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ২০:০৪

পঞ্চগড়ে অভিযান চালিয়ে তিনজন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বোদা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। পুলিশ জানায় তাদের ঢাকা ও নারায়নগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে অভিযান পরিচালনা করে একটি বিশেষ টিম আদালতের সিআর মামলার  দুই বছরের ও অন্য এক মামলায় তিন মাসের  সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামি  সাজিদুল ইসলাম, পিতা-সওদাগর আলী, সাং-বড়শশী কাজিপাড়া, থানা-বোদা, ও পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি সালমান শাহ (২৩), পিতা- মোঃ মজিবর রহমান, সাং- বদেশ্বরী , থানা-বোদা এবং তিন ও এক মাসের সাজাপ্রাপ্ত আসামি জাকির হোসেন, পিতা- মোঃ আইনুল হক, সাং-ধামেরঘাট লাহিড়ী পাড়া, থানা-বোদা, জেলা পঞ্চগড়গনকে গ্রেপ্তার করা হয়। আসামিদের  আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন। 

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক পিপিএম বলেন,মাদক ও ওয়ারেন্টপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে বোদা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত