পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস, বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৪, ১৮:৩৯ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ২১:৩৭

পঞ্চগড়ে  কনকনে শীতে জবুথবু জীবন।জেলায় মৃদু থকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) ভোর থেকেই ঘনকুয়াশা আর উত্তরের হিমশীতল বাতাসে নাস্তানাবুদ জনজীবন। এদিন সকাল ৯টায় সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ১ ডিগ্রি।

এদিকে কয়েকদিন ধরেই রাতভর ঘনকুয়াশা থাকলেও সকালের দিকে কুয়াশা কমে আসে। সারাদিন হালকা কুয়াশার সঙ্গে মেঘাচ্ছন্ন থাকে চারদিক।এদিকে প্রচন্ড শীতের কারণে মানুষ শীত জনিত রোগে আক্রান্ত হচ্ছে। বয়স্ক ও শিশুরা বেশি কষ্ট পাচ্ছে। বাসা বাড়ি- রাস্তাঘাটে চলছে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা।
 
 তেঁতুলিয়া আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, আজ সকাল ৯টায় সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। মঙ্গলবার চলতি শীত মৌসূমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ১ ডিগ্রি। তবে এ বছরের ৩ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৪ রেকর্ড করা হয়। এ কর্মকর্তা বলেন ‘ জানুয়ারি মাস এমনটাই যাবে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত