পঞ্চগড়ে সরকারি মহিলা কলেজে ব্যাটমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৮ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ০১:৫২

পঞ্চগড় সরকারি মহিলা কলেজে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার জেলা ক্রীড়া অফিস ওই প্রতিযোগিতার আয়োজন করে।

সকালে কলেজ ক্যম্পাসে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেলওয়ার হোসেন প্রধান। সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতার নানা আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ নাজির হোসেন মিঞা, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার প্রমুখ। প্রতিযোগিতায় ১৬টি দলের প্রায় ৬৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। এদের মধ্যে চ্যাম্পিয়ন হয় মহিলা কলেজ হোস্টেল দল। আর রানারআপ হয় মহিলা কলেজ বি এন সি সি দল। প্রতিযোগিতা শেষে সবার মধ্যে জার্সি ও পুরস্কার বিতরণ করা হয়।


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত