সাড়ে চার হাজার হেক্টরের উপড়ে সবজির আবাদ

পঞ্চগড়ে সবজির দর নিম্মমুখী আবাদে কৃষকের সাফল্য রপ্তানি হচ্ছে সারাদেশে

  মোঃ কামরুল ইসলাম কামু পঞ্চগড়

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৩, ১৮:০৭ |  আপডেট  : ১৯ জানুয়ারি ২০২৫, ০৬:৪৯

সবজির দাম নিন্মমূখী হওয়ায় হাফ ছেড়ে বাঁচার মতো অবস্থা পঞ্চগড়ে নিন্মআয়ের মানুষের।দীর্ঘ কয়েকমাস ধরে সবজির বাজারে ছিল অস্বস্তি। শীতকালিন সবজির সরবরাহ বেড়ে যাওয়া দাম একবারে কম।জেলায় এবারে বেগুনের সবোর্চ্চ আবাদ হয়েছে।

বর্তমান পঞ্চগড় বাজারে মূলা ১০ টাকা থেকে ১৫ টাকা, করলা ২০ টাকা বেগুন ১৫ টাকা থেকে ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাউ ১০ টাকা থেকে ২০ টাকা সব ধরনের শাক ১৫ টাকা থেকে ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া কমেছে কাঁচা মরিচের দামও। মানভেদে ৮০ টাকা থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মরিচ।  ব্যবসায়ি সামিউ ইসলাম জানান, নতুন পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত পেয়াঁজের দাম না কমতেও পারে।

এদিকে আলু পেঁয়াজে অস্বস্তি লেগেই আছে।ভারতীয় আমদানি করা পেঁয়াজ ১০০ টাকা ও দেশি পেঁয়াজ ১২০ টাকা কেজি দরে বিকি হ”ছে।এছাড়া প্রায় দুই তিন কেজি ওজনের একটি ফুলকপি ও পাতা কপি বিক্রি হচ্ছে ৩৫ টাকা থেকে ৫০ টাকায়। শিমের কেজি ৩০ টাকা। শষার কেজি ২০ টাকা।

সবজি ব্যবসায়িরা জানান, সবজির সরবরাহ কম ও অবরোধ-হরতাল থাকায় জেলার বাইরে সবজি রপ্তানি কম হচ্ছে। তাই সবজির দাম অনেকটাই কম।এদিকে আটোয়ারী উপজেলার পাটশিরি বোদা উপজেলার মাড়েয়া সহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায় অনেক পাইকার বিভিন্ন এলাকা থেকে এসে ক্ষেত থেকে ১০ টাকা কেজি বা চাশত টাকা মনে করলা কিনে নিয়ে যাচ্ছে। প্রতি বছরের ন্যায় এবারো সবজির আবাদ বেড়েছে।

জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্রে জনা গেছে, চলতি রবি মৌসুমে আগাম সবজি আবাদ হয়েছে চার হাজার ৫৩২ হেক্টর জমিতে।এর মধ্যে মূলার আবাদ হয়েছে ৩৯৫ হেক্টর,বেগুন ৬৮২ হেক্টর,করলা ৩৬০ হেক্টর, ফুলকপি ৫৩০ হেক্টর বাধাঁকপি ৫২০ হেক্টর, লাউ ৪৭৫ হেক্টর, শিম ৩৯০ হেক্টর ও সকল শাক এক হাজার ৩৮০ হেক্টরজমিতে। তবে উফসি আলু তিন হাজার ২০০শত হেক্টর ও স্থানীয় জাতের আলু আবাদ হয়েছে ২১৩ হেক্টর জমিতে।

জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক রিয়াজ উদ্দীন বলেন, রবি মৌসুম শেষ হবে চলতি বছরের ১৫ মার্চে।আর আলুর আবাদ বেশি হয় জেলার বোদা দেবীগঞ্জে। কৃষকরা এখন প্রচুর সবজির আবাদে উৎসাহিত হয়েছে। এখন এ জেলা থেকে সব ধরনের সবজি যায় দেশের নানা জায়গায়।


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত