পঞ্চগড়ে শীতে কাপছে মানুষ, বেচাকেনা বেড়েছে গরম কাপড়ের

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৬ |  আপডেট  : ১৮ জানুয়ারি ২০২৫, ২১:২৭

পঞ্চগড়ে বিকেল গড়ালেই এখন কুয়াশায় ঢাকা পড়ছে চারদিক। শীতের দাপটে বিপনী বিতানগুলিতে বেড়েছে গরম কাপড়ের বেচাকেনা।তাপমাত্রা ১/২ডিগ্রী সেলসিয়াসে ওঠানামা করছে।

এদিকে সড়কে লাইট জ্বালিয়ে চলছে যানবাহন। কাঁপছে পাঁচ উপজেলার মানুষ। শুক্ররবার দুপুরে রোদের ঝলক কিছুটা দেখা গেলেও তার কিছুক্ষণ পরেই কুয়াশায় ঢাকা পড়ে এলাকা।

এদিকে তেতুঁলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান ‘বৃহষ্পতিবার সর্বনিম্ম তাপমাত্রা ছিল ১০ দশমিক ৩ ডিগ্রী সেরসিয়াস।আজ শুক্ররবার তেতুঁলিয়ায় সর্ব নিম্ম তাপমাত্রা ১১ দমমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। তিনি জানান এমন ঘনকুয়াশা মধ্য রাত থেকে সকাল ও সন্ধ্যায় অব্যাহত থাকবে।

পঞ্চগড় জেলায় গত এক সপ্তাহ ধরেএমন অবস্থা বিরাজ করছে। দিনের বেলা প্রায় দিন রোদর দেখা মেলেনা। রাস্তা-ঘাটে শহর বন্দরে খড়কুটো জ্বালিয়ে অনেকে শীত নিবারণের চেষ্টা করছে।

এছাড়া প্রচন্ড শীতে বিপনী বিতানগুলিতে কাপড়ের বেচা কনো বেড়েছে। বৃহষ্পতিবার শহরের মার্কেটগুলিতে এমন অবস্থা দেখা গেছে। বেশি চাহিদা জেকেট ও শিশু কাপড়ের।তবে শীতের দাপটে অনেকে কাজ ছাড়া বাড়ির বাইরে আসছেনা। তবে বেড়েছে শ্রমজীবীদের কষ্ট বেড়েছে। সরকারি ভাবে এখনো শীতবস্ত্র বিতরনের খবর পাওয়া যায়নি।



 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত