পঞ্চগড়ে শিক্ষক-কর্মচারী সমিতি ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩৬ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৫৮
পঞ্চগড়ে‘স্বাধীনতার সোনালি দরজা খুলে দেওয়ার চাবিকাঠি শিক্ষা’ এই শ্লোগানে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের বোদা উপজেলা শাখার আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় খারিজা মাড়েয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।আরো বক্তব্য রাখেন বড়শশী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গণি সরকার, কালিয়াগঞ্জ নজিরতন দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, কমলা পুখুরী প্রধানহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমিছা বেগম বিউটি, প্রামাণিক পাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন প্রমুখ। সর্দারপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সর্দার নাসির উদ্দিন অনুষ্টানটি সঞ্চালনা করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত