পঞ্চগড়ে শসার কেজি ১০ টাকা, বাড়তি আলুর দাম

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৪, ১১:০৪ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ১০:০৮

ঈদে এবারে শসার দাম একেবারে কম। অস্থির আলুর বাজার।কমেছে ঢেঁড়স সব ধরনের সবজির দাম। বেড়েছে নতুন রসুনের দামও।প্রায় প্রতি ঈদে শসার দামে বাড়তি থাকে। ১০০ টাকা কেজি বিক্রি হতো এই শসা।এবার পানির দরে পঞ্চগড় বাজারে এই শসা বিক্রি হচ্ছে।কমেছে ঢেঁড়স বেগুন পটল সহ প্রায় অধিকাংশ সবজির দাম।মঙ্গলবার বাজার ঘুরে এমনটা দেখা গেছে।

তবে াারুর বাজার অস্থির। কাডিণাল আলু খুচরা প্রতিকেজি ৪০ টাকাও দেশি আলু পঞ্চাশ টাকা।বেড়েছে নতুন রসুনের দাম। ৮০ টাকার রসুন এখন ১৪০ টাকা কেজি। আদা ২০০ থেকে ২৪০ টাকা কেজি।

এদিকে অস্থির হয়ে উঠেছে চারের বাজার সব ধরনের চিকন চালের দাম বেড়েছে। আঠাইশ ৫০ কেজির বস্তা বিক্রি হচ্ছে  ২৯০০ টাকা। আগে ছিল ২৭০০ টাকা। এমনি ভাবেই সব চিকন চালে র দাম বেড়েছে।চাল ব্যবসায়ি আব্দুল বারেক জানান, মোটা চালের দাম বাড়েনি। তবে অল্প কয়দিন পর দাম কমে আসে। নতুন ধান বাজারে না পর্যন্ত এই দাম থাকবে।

এদিকে সোনালী মুরগী এখন ৩৪০ টাকা বয়লার মুরগী ২২০ ও দেশি ৫৫০ টাকা। গরুর গোস্ত ৭৫০ টাকা। মানভেদে ছাগলের গোস্ত ১০০০ টাকা থেকে ৮০০ টচাকায় বিক্রি হচ্ছে।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত