পঞ্চগড়ে রংপুর বিভাগীয় কমিশনারের সাথে মত বিনিময়
প্রকাশ: ১৭ মে ২০২৪, ১৯:১৫ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ০৮:৪৯
রংপুরের নব নিযুক্ত বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেনের সাথে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা,জেলা পযার্য়ের সরকারি পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, নির্বাচিত জনপ্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীদের সাথে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুন, সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী,পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রধান,গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান মনির, সড়ক ও জনপথ বিভঅগের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, জেলা শিক্ষা অফিসার সাইফুল মালেক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাবউদ্দিন, দেবীগঞ্জ পৌর মেয়র আবু বকর ছিদ্দিক আবু, বোদা পৌর মেয়র আজাহার আলী, বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন, পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মাকছুদুল কবীর, বিএডিসির উপ পরিচালক মোজাহারুল ইসলাম, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, প্রবীণ গণমাধ্যম কর্মী শহীদুল ইসলাম শহীদ বক্তব্য দেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত