পঞ্চগড়ে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন অনুষ্ঠিত
প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১৯:৩৮ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:০৫
পঞ্চগড়ে মুক্তিযোদ্ধা বিরোধী কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) সকালে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের শহীদ মিনারের সামনে জেলা উপজেলা ও পৌরমুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ব্যানারে ঘন্টা ব্যাপি এই মানববন্ধন পালন করা হয়েছে।
ওই মানববন্ধনে বক্তারা বরেন, কোটা বিরোধীরা আজ আন্দোলনের স্বাধীনতা ও মুক্তিযোদ্ধার চেতনা বিরোধী কার্যকলাপ করছে। তাদের মগজ ধোলাই করে এই আন্দোলনে নামানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করেন।
এসময় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার সায়খুল ইসলাম, আলাউদ্দীন প্রধান, বীরমুক্তিযোদ্ধা রোকেয়া বেগম, এটিএম সারোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনেয়ার সাদাত স¤্রাট, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মির্জা সাবদারুল ইসলাম মুক্তা, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু তোয়াবুর রহমান,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম হুমায়ুন কবীর উজ্জল, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক ফারুক হোসেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাদনান সাকিব পাটোয়ারী প্লাবন প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত