পঞ্চগড়ে মাসব্যাপী পুলিশ সুপার ব্যাডমিন্টন ও ভলিবল চ্যাম্পিয়নশীপ শুরু

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ১৯:৩৯ |  আপডেট  : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৫

পঞ্চগড়ে মাসব্যাপী পুলিশ সুপার ব্যাডমিন্টন ও ভলিবল চ্যাম্পিয়নশীপ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) বিকেলে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে বেলুন উড়িয়ে চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করেন পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা। 

এসময় জেলা প্রশাসক জহুরুল ইসলাম, সিনিয়র জেলা ও দায়রা জজ গোলাম ফারুক, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, সিভিল সার্জন মোস্তফা জামান চৌধুরী, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল যুবায়েদ হাসান, পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিরুল্লাহ, পঞ্চগড় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান সরকার, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ দুই চ্যাম্পিয়নশীপের খেলোয়ারেরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিচার বিভাগ, স্বাস্থ্য বিভাগ সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে মাসব্যাপী পুলিশ সুপার ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের জুনিয়র বিভাগে ৪টি গ্রুপে ৩২টি দল ও সিনিয়র বিভাগে ১৪ টি দল ২টি গ্রুপে বিভক্ত হয়ে খেলায় অংশ নিবে। প্রতিটি দলে দুইজন করে খেলোয়ার থাকবে। এক দল অপর দলের সাথে তিনবার করে মুখোমুখি হবে। পরে শীর্ষ দুই দল নিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

এছাড়া ভলিবল চ্যাম্পিয়নশীপে ১২টি দলে ১৩২ জন খেলোয়ার অংশ নিবেন। প্রতিটি দলে ১১ জন করে খেলোয়ার থাকবে। এক দল অপর দলের সাথে তিনবার করে খেলার সুযোগ পাবে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। পরে শীর্ষ দুই দল নিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত