পঞ্চগড়ে মাইক্রোবাস, প্রতারণা কাজে ব্যবহৃত মোবাইল উদ্ধারসহ আটক-১

  মোঃ কামরুল ইসলাম কামু

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪, ১৭:৫১ |  আপডেট  : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৩

পঞ্চগড় সদর থানা কর্তৃক একটি মাইক্রোবাস ও প্রতরণা কাজে ব্যবহৃত মোবাইল ফোনসহ একজনকে গ্রেফতার করেছে। তাকে আদালতে সোর্পদ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে। পঞ্চগড় সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারি জেলার ডোমার থানা এলাকার বক্করের মোড়ে অভিযান চালিয়ে আসামি আরাফাত আব্দুল্লাহ কে গ্রেফতার করে।জানা যায়, সদর থানা ওসি প্রদীপ কুমার রায়ের ও সঙ্গীয় ফোর্স এসআই মোঃ সাহিদুর রহমান, এ এসআই মোঃ গোলাম রব্বানী পিপিএম, কনস্টেবল ইমরান আলী সহ শনিবার দুপুর তিনটার দিকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় একটি মামলা রয়েছে। মামলা নং ২৬,তারিখ -২৪/০৩/২০২৪ ইং। আসামি আরাফাত আব্দুল্লাহকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাদীর নিকট হতে আত্মসাৎকৃত একটি সাদা রংয়ের নোহা মাইক্রোবাস ও প্রতারণা কাজে ব্যবহৃত একটি মোবাইল উদ্ধার করা হয়। পঞ্চগড় সদর থানার ওসি প্রদীপ কুমরা রায় বিষয়টি নিশ্চিত করে বলেন আসামীকে রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে।এরপর আদালত তাকে জেল হাজতে প্রেরন করেছে।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত