পঞ্চগড়ে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৮ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৩
পঞ্চগড়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা জামায়াতে ইসলামীর পঞ্চগড় শহর শাখার তালমা ইউনিটের আয়োজনে উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের বড়দহ ইউনিয়নের বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা জামায়াতে ইসলামীর পঞ্চগড় শহর শাখার তালমা ইউনিটের সভাপতি দবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা দেলোয়ার হুসাইন।
এসময় অন্যান্যদের মধ্যে জামায়াতে ইসলামীর পঞ্চগড় শহর শাখার আমির জয়নাল আবেদীন, সেক্রেটারী নাসির উদ্দীন সরকার, এ্যাড আকবর আলী, পঞ্চগড় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি মোজাহারুল ইসলাম, সনাতন ধর্মাবলম্বী নেতা শিশির কুমার রায়, বিরেন চন্দ্র রায় প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। সবাই এদেশের নাগরিক। এদেশেই সবাই জন্মগ্রহণ করেছেন। আমরা সবাই মিলে মিশে থাকতে চাই। হিন্দু মুসলিম ভাই ভাই। একটি চক্র দেশের স্বাধীনতাকে নিয়ে এখনো ছিনিমিনি খেলতে চাচ্ছে। তারা হিন্দুদের বাড়িঘরে হামলা করে ভাংচুর ও অগ্নিসংযোগ করে ফায়দা লুটতে চেয়েছিল। তাদের বিষদাঁত ভেঙ্গে দিতে হবে।
বক্তারা আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা রাতের পর রাত সনাতন ধর্মাবলম্বী মানুষদের বাড়িঘর পাহাড়া দিয়েছে। নিরাপত্তা জোরদার করেছে। আগামীতেও সনাতন ধর্মাবলম্বী মানুষদের নিরাপত্তা, ধর্মীয় অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সহ দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বী লোকজন উপস্থিত ছিলেন।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত