পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের পল্টাপাল্টি বিক্ষোভ

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৬ |  আপডেট  : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৩

খুলনা প্রকৌশল বিশ্ব বিদ্যালয় কুয়েটে সংর্ঘষকে ঘিরে  পঞ্চগড়ে    মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড় জেলা। মঙ্গলবার রাত ৯ টার দিকে জেলা শহরের মসজিদ পাড়া এলাকায় পঞ্চগড়  সরকারি বালিকা বিদ্যালয়ের সামন থেকে একটি মশাল মিছিল বের করা হয়।   

এরপর মিছিলটি পঞ্চগড় ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। মশাল মিছিলে থেকে, যেই পথে দল যাবে সেই পথে, ছাত্রদলের আস্তানা ভেঙ্গে দাও গুড়িয়ে দাও সহ নানা স্লোগান দেয় মিছিলকারিরা।

  পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এসময় সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বযক,  সাধারণ শিক্ষার্থী আব্দুল্লাহ মিম প্রমুখ।এসময় বক্তব্যে তারা বলেন, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে ছাত্রদল। আমাদের অনেক ভাই রক্তাক্ত হয়েছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভবিষ্যতে আমাদের উপর যদি আরো হামলা হয় তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। 

এদিকে রাত দশটার দিকে একই ঘটনাকে কেন্দ্র করে পাল্টা বিক্ষোভ মিছিল করে পঞ্চগড় জেলা ছাত্রদল। মঙ্গলবার রাতে বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়।মিছিলটি পঞ্চগড় তেতুঁলিয়া মহাসড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এসময় মিছিলে একটা একটা শিবির ধর, ধরে ধরে জবাই কর, শিবিরে আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও সহ নানা শ্লোগান দেয় ছাত্র দলের নেতাকর্মীরাও। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে জেলা ছাত্রদল। এ সময় বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আবু সাঈদ, পঞ্চগড় জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক প্রমুখ। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত