পঞ্চগড়ে বিএনপি-জামাতের ৫০ জন গ্রেপ্তার

  মোঃ কামরুল ইসলাম কামু

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ১০:২৩ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ২১:০৬

সাম্প্রতিকালে কোটা বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে পঞ্চগড়ে বিএনপি-জামাতের ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায়। তিনি রবিবার রাতে এটি নিশ্চিত করে জানান এ বিষয়ে তিনটি মামলা দায়ের করা হয়েছে।

সদর থানা সূত্রে জানা যায়, তিনটি মামলায় তিনজন তদন্তকারি কর্মকর্তা রয়েছেন। তবে তাদের সাথে মুঠো ফোনে বিস্তারিত জানতে চাইলে তারা ব্যস্ত এবং থানায় নেই বলে জানান। পুলিশ জানায় এজাহারভুক্ত আসামি রয়েছে ৯০ জন। অজ্ঞাত আসামির সংখ্যা ১ হাজার ২০০ জন। গ্রেপ্তারকৃতদের জুডিশিয়াল আদালতে সোর্পদ করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন। এদিকে পুলিশ গ্রেপ্তার অভিযানে মাঠে রয়েছে বলে জানা যায়। বিএনপি’র এক প্রবীণ নেতা রবিবার মুঠো ফোনে জানান এ বিষয়ে আমার কোন বক্তব্য নাই। তবে এঘটনায় জড়িত ছাড়া ‘যারা জড়িত নন তাদের ও গ্রেপ্তার করা হচ্ছে। এমতবস্থায় অনেকে গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে।

এছাড়া জামাতের এক নেতার সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন এ বিষয়ে আমি কিছু জানিনা। আমি আমার কাজ নিয়ে ব্যস্ত। খবর পেলে জানাবো। গ্রেপ্তারকৃতদের নাম ও কে কোন রাজনৈতিক দলের নেতা-কর্মী জানতে চাইলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় তা জানাতে পারেন নি। তিনি বলেন আমি খুব ঝামেলায় আছি।তবে তিনি জানান গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ভাংচুর ও পুলিশের সাথে সংঘর্ষের অভিযোগ আছে। 

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত