পঞ্চগড়ে প্রীতি ফুটবল উপলক্ষে র‌্যালি ও সাংষ্কৃতিক অনুষ্ঠান

  পঞ্চগড় প্রতিনিধি  

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৬ |  আপডেট  : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৩

এই দেশ বদলাই পৃথিবী বদলাই’ এমন শ্লোগানে পঞ্চগড়ের বোদা উপজেলায় তারুণ্যের উৎসব উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য রালিও  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৯ ফ্রেবয়ারী) দিনব্যাপী আয়োজনের প্রথম পর্বে বুধবার  সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের আয়োজনে বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি  বের  হয়।

উক্ত র‌্যালি বোদা-পঞ্চগড়-দেবীগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থান এসে শেষ হয়।একই মাঠে বোদা উপজেলা সাংস্কৃতিক পরিষদের আয়োজনে স্থানীয় শিল্পীদের নৃত্য পরিবেশন করা হয়। পরে পঞ্চগড় অনুর্ধ্ব-২০ একাদশ ও ঠাকুরগাঁও অনুর্ধ্ব-২০ একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফুটবল ম্যাচটি উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভাইস চেয়ারম্যান ফাহাদ করিম। এসময় বক্তব্য রাখেন বাফুফের গভর্নমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান ও বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, বাফুফের সদস্য সাখাওয়াত হোসেন ভূঞা শাহীন, বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়ার সাইফুর রহমান মনি, কামরুল হাসান হিলটন প্রমুুখ।প্রীতি ফুটবল ম্যাচে পঞ্চগড় অনুর্ধ্ব-২০ একাদশ ২-১ গোলে ঠাকুরগাঁও অনুর্ধ্ব-২০ একাদশকে পরাজিত করে। খেলায় পঞ্চগড় অনুর্ধ্ব-২০ একাদশের জাহিদ হাসান মিলু ও আল আমিন এবং ঠাকুরগাঁও অনুর্ধ্ব-২০ একাদশের মারুফ হাসান একটি করে গোল করেন।

এদিকে, তারুণ্যের উৎসবের দ্বিতীয় পর্বে বুধবার বিকালে বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গভর্নমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান ফরহাদ হোসেন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাবেত আলী, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভাইস চেয়ারম্যান ফাহাদ করিম প্রমুখ।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত