পঞ্চগড়ে প্রবীণ রাজনৈতিক নেতার মৃত্য
প্রকাশ: ১৪ মার্চ ২০২৪, ১৯:৫৫ | আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:২৮
পঞ্চগড়ে প্রবীন রাজনীতিবিদ ও বীরমুক্তিযোদ্ধা মো: আশরাফুল ইসলামের মৃত্যু। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বুধবার রাত আনুমানি দুটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি এরশাদ সরকারের সময় জেলার বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি সদর উপজেলার গড়িনাবাড়ী ইউনিয়নের ফুটকীবাড়ি স্কুল এন্ড কলেজের সভাপতিও ছিলেন একাধিকবার। তার ছেলে ফরিদুল ইসলাম সোহেল জানান ছাত্রজীবনে তিনি দিনাজপুরের এস এম কলেজের( সুরেন্দ্র নাথ কলেজ) ভিপি ও জিএস ছিলেন। তার রাজনৈতিক জীবনের শুরুটা ছিল মাওলানা আব্দল হামিদ খান ভাসানি ন্যাপ করতেন। এরপর পটপরিবর্তনের পর ১৯৭৮- ৯০ পর্যন্ত বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলেন। মৃত্যকালে স্ত্রী, ৪ কণ্যা ও ৩ সন্তান সহ অসংখ্য আত্নীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, বন্ধুবান্ধব রেখে যান। বিকেলে নামাজে জানাযা শেষে গ্রামের বাড়ি গড়িনাবাড়ীর ঠাট পাড়ার পারিবারিক গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত