পঞ্চগড়ে প্রতারক চক্রের ৪ সদস্য আটক  

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৪, ১৭:৫০ |  আপডেট  : ১৭ জুন ২০২৪, ০৪:৪৩

পঞ্চগড় সদর থানা পুলিশের হাতে চার প্রতারক আটক হয়েছে। শুক্রবার এদের আটক করা হয়। পুলিশ জানায়,গোলা আকার সাইজের স্বর্ণের মতো রং করা একটি মাটির ঢালা দেখিয়ে প্রতারনা করার সময় তাদের আটক করতে সক্ষম হয়।

 সদর থানার এসআই মুকুল চন্দ্র  সেন সঙ্গীয় ফোর্স  সহ  একটি টিম পঞ্চগড় সদর থানার বিভিন্ন এলাকায়  এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে  হাড়িভাষা ইউনিয়ন পরিষদের সামনে জনৈক কেরামত আলীর বাড়িতে সোনালী রং করা একটি মাটির ডালা (গোলা) দিয়ে প্রতারণা করে টাকা নেওয়ার চেষ্টা করলে বদরুল আলম  আমিনার রহমান  মিজানুর রহমান  নবদ্বীপ বর্মন নামের ৪ প্রতারক আটক। সোনালী রং করা  ৯৮২ গ্রাম ওজনের মাটির ঢালা (গোলা) আসামিদের হেফাজত হইতে  জব্দ।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বলেন এই চক্রটি প্রতারণা করে কয়েক দফায় টাকা হাতিয়ে নেয়।  এরপর আটকের দিন ওই মাটির ঢালা হস্তান্তর করলে নিয়ে কেরামত আলীর বাড়িতে উপস্থিত হন। তখন কেরামত আলী ও তার লোকজন দেখেন এটি মাটির ঢালা। পরে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত