পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশ: ৯ জুলাই ২০২৪, ১৯:৫৩ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৩
পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলায় পকুরের পানিতে ডুবে হোসাইন (৪) বছরের শিশু মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৯ জুলাই) উপজেলার শালবাহান ইউনিয়নের দানাগছ মাঝিপাড়া নামক এলাকায়। তার বাবার নাম আজিজুল হক।
নিহত শিশুর পরিবার জানায়, সকাল সাড়ে ১০ টার দিকে নিহত শিশু হোসাইনের বাবা ও মা পাটক্ষেতে যায়। এর ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে বাড়িতে এসে দেখে বাড়ির পাশের পুকুরে শিশুটির মরদেহ ভাসছিল। এসময় বাড়িতে শুধু মাত্র হোসাইনের ভাবি থাকলেও তিনি প্রকৃতির সাড়া দিতে টয়লেটে যায়। এরপর তাকে তেতুঁলিয়া হাসপাতালে নিলে চিকিৎসক রাজিনুল হক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনার পর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে রাব্বি হাসপাতালে যান। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দীন খাঁন শালবাহান ইউনিয়ন(ইউপি) আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ব্যাপারে তেতুঁলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত