পঞ্চগড়ে পরিবেশ ও শিক্ষা কার্যক্রম বিষয়ক ত্রৈমাসিক সংলাপ অনুষ্ঠিত

  মোঃ কামরুল ইসলাম কামু

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ১৭:০২ |  আপডেট  : ১৯ জানুয়ারি ২০২৫, ১৬:০৬

পঞ্চগড়ে পরিবেশ অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষা অফিসের কার্যক্রম নিয়ে ত্রৈমাসিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।নেট্ধসঢ়;জ বাংলাদেশ এর সহযোগিতায় নারীর অধিকার ও অর্ন্তভ‚ক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ শীর্ষক যুক্ত প্রকল্পের আওতায় ওই সংলাপের আয়োজন করে মানব কল্যাণ পরিষদ-এমকেপি।

সদর উপজেলা শিক্ষা অফিসের হলরুমে আয়োজিত সংলাপে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী ও সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন শাহ। বোদা উপজেলা নাগরিক সমাজ সংগঠন-সিএসও সভাপতি উদয় কুমারের সভাপতিত্বে সংলাপে অন্যান্যের মাঝে বক্তব্য দেন যুক্ত প্রকল্পের এলাকা সমন্বয়কারী ইয়াসিন আলী, ফিল্ড ফ্যাসিলিটেটর মনোয়ারা বেগম, গোলাম রব্বানী প্রমূখ। সংলাপে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নাগরিক সমাজ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পঞ্চগড়ে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনা বিষয়ক সপ্তাহ শুরু পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড়ে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করে জেলা স্বাস্থ্য বিভাগ। গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. এস আই এম রাজিউল করিমের সভাপতিত্বে অবহিতকরণ সভায় বক্তব্য দেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম, জেলা বিএমএ’এর সাধারণ সম্পাদক ডা. মনসুর আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিরুল্লা, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (সার্জারী) ডা. আমির হোসেন, সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মনোয়ারুল ইসলাম, কৃষি সম্প্রসারণের অতিরিক্ত উপ পরিচালক শাহ আলম মিয়া, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সহিদুল ইসলাম প্রমুখ।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত