পঞ্চগড়ে নৌকা বিরোধীদের ঠ্যাং ভেঙ্গে দেওয়ার হুমকী
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ১৮:০১ | আপডেট : ৬ জানুয়ারি ২০২৫, ১৫:৩৫
পঞ্চগড়ে নৌকা বিরোধীদের চিহ্নিত করে রাখার কথা বলে ‘৭ তারিখের পর তাদের ঠ্যাং (পা) ভেঙ্গে দেওয়ার হুমকী দিয়েছেন আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান নুরু। তিনি সদর উপজেলার অমরখানা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এবং পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক।
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে প গড়ে-১ আসনে নৌকা পক্ষে শনিবার (২৪ডিসেম্বর) রাতে অমরখানা ইউনিয়নের কাজীর হাট এলাকায় এক অনুষ্ঠানে এমন বক্তব্য দেন তিনি। এই বক্তব্য দেওয়ার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তা ভাইরাল হয়ে পড়ে।
ওই ভিডিওতে চেয়ারম্যান নুরুজ্জামান নুরুকে বলতে শোনা যায়, এতো দিন যারা নৌকার পতাকা তলে শ্বাসপ্রশ্বাস নিয়েছে, এখন নৌকার বাইরে তারা অন্য সুর ধরেছে, তাদের চিহ্নিত করে রাখবেন। ৭ তারিখের পরে এই সমস্ত লোককে নৌকার আশপাশে দেখলে প্রয়োজনে তাদের ঠ্যাং ভেঙে ফেলা হবে। এদেরকে খন্দকার মোস্তাক বলা হয়।তিনি বলেন, নৌকা বঙ্গবন্ধু শেখ মুজিবের মার্কা, এই মার্কা জননেত্রী শেখ হাসিনার মার্কা। এই মার্কায় যেই সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা বিরোধিতা করে তাদেরকে খন্দকার মোস্তাক বলতে আমাদের কোনো আপত্তি নেই।
উল্লেখ্য পঞ্চগড়-১ আসনে নৌকার মনোনীত প্রার্থী মো. নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা।অন্যদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট স্বতন্ত্র প্রার্থী। অপরদিকে অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুƒজ্জামান নূরু ও পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তার অনুসারী।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত