পঞ্চগড়ে নানা কর্মসূচিতে পালিত হলো হানাদার মুক্ত দিবস
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৩, ১৮:২৬ | আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০২:০২
১৯৭১ সালের আজকের দিনে পাক হানাদার মুক্ত হয়েছিল উত্তরের জেলা পঞ্চগড় । প্রতি বছরের মত এবারও নানা আয়োজনে পালন করা হচ্ছে পঞ্চগড় হানাদার মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর মুরাল, মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন, র্যালি, আলোচনা ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও শ্রদ্ধাঞ্জলী অর্পন শেষে পঞ্চগড় কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার এস মএম সিরাজুল হুদা, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রধান, সাইখুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম বক্তব্য দেন।কর্মসূচিতে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধা, স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। প্রস্গংত উল্লেখ্য যে, ১৯৭১ সালের ২৯ নভেম্বর মিত্র বাহিনীর কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে পঞ্চগড় পাকিস্তান হানাদার বাহিনী মুক্ত হয়।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত