পঞ্চগড়ে নাগালে আসেনি সবজির দাম
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ১৬:০৯ | আপডেট : ৬ জানুয়ারি ২০২৫, ১৬:৪৬
সবজির বাজারে স্বস্তি ফিরেনি শ্রমজীবী ও নিম্নবিত্তদের ।মুলা ও কাঁচা মরিচের দাম নাগালে আসলেও অন্যান্য কাঁচা শাকসবজির দাম এখনো নাগালে নেই।
পঞ্চগড় বাজার ঘুরে দেখা যায় পেঁয়াজের দাম এখনো নাগালের বাইরে। কমেনি আলু ,বেগুন, শিম, ফুলকপি , লাউ, পাতাকপি সহ সব সবজির দাম। কমছেনা রসুন আদার দামও। তবে কমেছে মুলা ও কাঁচা মরিচের দাম।
এদিকে মুরগীর বাজার হঠাৎ করেই চড়া। মাছের দাম কিছুটা কমলেও শ্রমজীবীদের নাগালে আসেনি।মাংসের দাম অপরিবর্তিত।সবজির খুচরা দামে হেরফের থাকায় অনেকে পাইকারি বাজারে গিয়ে সবজি কিনছে।
বাজারে নতুন আলুর প্রতিকেজি ৫০ টাকা। প্রতিকেজি বেগুন ৩০ টাকা থেকে ৪০ টাকা।শিম ৩০ টাকা থেকে ৪০ টাকা। লাউ প্রতি পিস ৩০ টাকা থেকে ৪০ টাকা। প্রতিকেজি ফুল ও পাতা কপি ২৫ টাকা থেকে ৩০ টাকা।তবে কাচাঁমরিচের কেজি ৭০ টাকা থেকে ৮০ টাকা ও মুলা ১০ টাকতা থেকে ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে নতুন পেঁয়াজ বাজারে আসলে পুরাতন পেঁয়াজের দাম কমেনি। নতুন পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।কমতে শুরু করেছে টমেটোর দাম। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ৪০ টাকা থেকে ৩০ টাকা।আদার দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমলেও কমেনি রসুনের দাম। দেশি আদার কেজি ২০০ টাকা থেকে আমদানীকৃত আদার কেজি ১৬০ টাকা।
সবজির বাজারে আসা পঞ্চগড় শহরের রামেরডাঙ্গার বাসিন্দা নিদমুজুর জমিরুল হক‘ বলেন শাক তরকারির এতো দাম।দেখি কি নেওয়া যায়।সদর উপজেলার খাঁপকুরীর বাসিন্দা কৃষক আমিরুল ইসলাম বলেন ‘দাম এখনো বেশি। নতুন আলু নিলাম ৬০ টাকা ও নতুন পেঁয়াজ নিলাম ৭০ টাকা কেজি দরে।
খুচরা সবজি ব্যবসায়ি খলিলুর রহমান বলেন‘ মায়ানামার থেকে পেঁয়াজ আসার খবরে পেঁয়াজের দাম অনেকটাই কমে গেছে।মাছ ব্যবসায়ি মন্টু জানান মাছের বাজার এখন কম। রুই প্রতি কেজি ২৫০ টাকা, গ্লাস কাপ ২৫০ টাকা।মৃগেল ১৮০ টাকা দরে বিক্রি করছি।
তবে বাড়তে শুরু করেছে বয়লার সহ সব মুরগীর দাম। দেশী মুরগী ৪৫০ , সোনালী ৩২০ টাকা ও বয়লার মুরগী ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।মুরগী ব্যবসায়িরা জানান, পিকনিক ও হ্যাপী নিউ ইয়ারের কারনে বেড়েছে মুরগীর দাম।
তবে গরু ও ছাগলের মাংসের দাম অপরিবর্তিত। পঞ্চগড় বাজারে গরু এখনো প্রতিকেজি ৭০০ টাকা ও খাসির মাংসের প্রতি কেজি ৯০০ টাকা থেকে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত