পঞ্চগড়ে নবনির্মিত আধুনিক সদর হাসপাতালের বর্ধিত ভবনে চিকিৎসা প্রদান সহ ৯ দফা দাবিতে অনশন
প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩২ | আপডেট : ৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৫
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নতুন বর্ধিতকরণ ২৫০ শযা বিশিষ্ট ভবনে চিকিৎসা সেবা প্রদান সহ জেলার সকল সরকারি স্বাস্থ্যখাতের বেহাল দশা দূরীকরণ ও শূণ্যপদে চিকিৎসক দেওয়া সহ ৯ দফা দাবিতে মঙ্গলবার ( ৪ফেব্রয়ারি) সকালে পঞ্চগড় শহীদ মিনারের সামনে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম পঞ্চগড় এর আয়োজনে অনশন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন সমন্বয়ক এড. আহসান হাবিব, সদস্য মানিক খাঁন ও গনি নিয়াজ প্রমূখ।তারা বলেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সংযুক্তকরণে নবনির্মিত ভবনটি র্দীঘ দিন ধরে চিকিৎিসা সেবার আওতায় না আনায় সেটি এখনো পূর্নাঙ্গ ভাবে চালু করা হয়নি। নেই সরকারি ও কমিউিনিট হাসপাতালগুলোতে নেই চাহিদা বা শূণ্য পদে চিকিৎসক। বক্তারা বলেন বিভাগীয়শহর সহ উন্নত জেলা শহর সহ পাশ্ববর্তী হাসপাতালে একাধিক চিকিৎসকের জায়গায় চিকিৎসক নিয়োজিত আছে। অথচ পঞ্চগড় জেলায় তার ব্যতিক্রম। স্বাস্থ্যখাতে প্রতিচি বিভাগে ২ জন করে বিশেষজ্ঞ দিতে হবে। এছাড়াও বক্তরা দাবি করেন আউটডোর ইনডোর ও ক্যাবিনে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতকরণ ,খাবার মান উন্নতকরণ, লাইসেন্সবিহীন ক্লিনিক বন্ধ, সব সরকারি হাসপাতালে টেকনেশিয়ান নিয়োগ সহ জেলার সকল স্বাস্থ্য কম্প্লেক্্ের সিজার সহ ছোটো খাটো অপারেশন চালুর দাবি করেন । তারা বলেন আগামি ১৫ দিনের মধ্যে এই দাবি মানা না হলে এ অনশন চলবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত