পঞ্চগড়ে দফায় দফায় মসলার দাম বৃদ্ধি, দাম কমার কোন লক্ষণ নেই

  মোঃ কামরুল ইসলাম কামু

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৩, ১৪:৫৪ |  আপডেট  : ১৮ জানুয়ারি ২০২৫, ০০:০০

দফায় দফায় মসলার দাম বৃদ্ধির পর তা আর কমছেনা। কয়েক দফায় এই উপকরনটির দাম বাড়লেও তা আর হাতের নাগালে নেই। জিরার দাম এখন দ্বিগুনেরও বেশি।

এক সময় দুটাকায় এক মোঠা তেজপাতা পাওয়া যেতো। এখন সেই মোঠার দাম বেড়ে দশ টাকায় ঠেকেছে। পাঁচফোরনের দাম বৃদ্ধি একশো গ্রাম পাচঁফোড়ন ছিল২০টাকা সেই ওজনের পাচঁফোড়নের দাম ৪০ টাকা।

এক সময় জিরার দাম অনেকটাই কম ছিল। এখন সেই অবস্থা নেই। এখন এককেজি জিরা বিক্রি হচ্ছে ৯৬০ টাকায়।আগে ছিল ৪২০ টাকা। সাদা এলাচ বিক্রি হচ্ছে ২০০০ টাকা থেকে ১৮০০ টাকা।তবে এটির দাম বাড়েনি।বেড়েছে ধনিয়ার দাম বেশি। ১২০ টাকার ধনিয়া এখন ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। কালো এলাচ বিক্রি হচ্ছে ১৯০০ টাকা। আগে ছিল ১২০০ টাকা। লং বিক্রি হচ্ছে ১৭০০ টাকা থেকে ১৮০০ টাকা। আগে ছিল ১৪০০ টাকা থেকে ১৫০০ টাকা। দারচিনি বিক্রি হচ্ছে ৩২০টাকা।আগে ছিল ৩৬০ টাকা। তবে হলুদের দাম বাড়েনি। এখন প্রতি কেজি শুকনা মরিচের গুড়া বিক্রি ৮০০ টাকা কেজি।আগে ছিল ৩২০ টাকা। তবে শুকনা মরিচ এখন ৬০০ টাকা কেজি। যা বিগত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ।

পঞ্চগড় সদর উপজেলার গোফা পাড়া এলাকার বাসিন্দা জাকির হোসেন বলেন জানান, মসলার দাম এখন দ্বিগুনেরও বেশি। আগে জিরা ১০০ গ্রাম জিরা নিতাম ৪৫ টাকা। এখন সেই জিরা নিলাম ১২০ টাকায়।এদিকে মসলা ব্যবসায়ি জাহেদ হোসেন জানান, জিরা ও কালো এলাচারে দাম সবচেয়ে বেশি। ৪২০ টাকার জিরা এখন ৯৬০ টাকা কালো এলাচ ১২০০ টাকার এখন ১৯০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। আমরা বেশি দামে কিনে আনি তাই বেশি দামে বিক্রি করতে হয়।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত